সাতক্ষীরায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণ

পঞ্চাশ বছরের এক বৃদ্ধের বিকৃত যৌন লালসার শিকার হয়েছে সাড়ে তিন বছরের এক শিশু। ধর্ষণের মারাত্মক ক্ষত নিয়ে মেয়েশিশুটিকে ভর্তি করা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে।
স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর গ্রামে এ ঘটনা ঘটলেও এ নিয়ে মামলা হয়েছে গতকাল বুধবার সন্ধ্যায়। অবশ্য এর আগেই গ্রাম্য সালিশ থেকে পালিয়ে গেছে ধর্ষণে অভিযুক্ত মজিদ পাটোয়ারী (৫০)। তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, শিশুটির মা-বাবার অনুপস্থিতির সুযোগে একই গ্রামের মজিদ পাটোয়ারী মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে মুড়ি খাওয়ানোর কথা বলে কৌশলে বাড়ি থেকে তিনশ গজ দূরে এক নির্জন স্থানে নিয়ে যায়। পরে নানাভাবে ভুলিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে মজিদ। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে শিশুটি তার মাকে ওই ঘটনা জানায়।
ওসি ফিরোজ হোসেন মোল্লা আরো বলেন, ধর্ষণের শিকার শিশুটির পরিবারকে এ ঘটনা নিয়ে থানা পুলিশ না করে নিজেরা মিটিয়ে ফেলার পরামর্শ দেয় গ্রামের কতিপয় লোকজন। এ লক্ষ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় এক সালিশ বৈঠক বসিয়ে গ্রাম্য মাতবররা ধর্ষক মজিদ পটোয়ারীকে তার বাড়ি থেকে ডেকে আনেন। পুলিশকে কিছু না জানিয়ে তাকে বেঁধে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছু সময় পর তাকে ছেড়ে রাখা হয়। এ সুযোগে মজিদ পাটোয়ারী পালিয়ে যায়।
ওসি আরো জানান, মঙ্গলবার রাতেই ধর্ষণের শিকার শিশুটিকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির গোপনাঙ্গে ক্ষত দেখা দিয়েছে।