চুয়াডাঙ্গায় জেলহত্যা দিবস পালিত

জেলহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলটির নেতাকর্মীরা। এ ছাড়া বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জেলহত্যা দিবসের এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। এ ছাড়া দলটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ দলীয় পতাকা উত্তোলন করেন।
ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রমুখ।
বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জেলহত্যা দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।