চাল বিক্রিতে অনিয়ম
চট্টগ্রামে খাদ্য কর্মকর্তাসহ ৫ জনকে আদালতে উপস্থাপন

ন্যায্যমূল্যের সরকারি চাল বিক্রির কর্মসূচিতে অনিয়মের অভিযোগে চট্টগ্রামে আটক তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজনকে আজ আদালতে নেওয়া হয়। এনটিভির পুরোনো ছবি
ন্যায্যমূল্যের সরকারি চাল বিক্রির কর্মসূচিতে অনিয়মের অভিযোগে চট্টগ্রামে আটক তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজনকে আদালতে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার ওই পাঁচজনকে মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের এজলাসে উপস্থাপন করে পুলিশ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগের পরিচালক আবু সাঈদ জানিয়েছেন, খাদ্য পরিদর্শক শুভজিৎ দে, শাহনেওয়াজ, শাহাবুদ্দিনসহ চাল বিতরণকারী মারুফ ও জাহাঙ্গীরকে গতকাল দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়।
আবু সাঈদ আরো জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি দুই সরবরাহকারীর ডিলারশিপও বাতিল করে খাদ্য অধিদপ্তর।