তিন খাদ্য পরিদর্শক, দুই ডিলার কারাগারে

তিন খাদ্য পরিদর্শক ও দুই ডিলারকে আদালতে হাজির করা হয়। ছবি : এনটিভি
চট্টগ্রামে সরকারি ন্যায্যমূল্যের চাল বিক্রির কর্মসূচিতে অনিয়মের অভিযোগে তিন খাদ্য পরিদর্শকসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমান এ আদেশ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আবু সাঈদ জানিয়েছেন, খাদ্য পরিদর্শক শুভজিৎ দে, শাহনেওয়াজ ও শাহাবুদ্দিন এবং চাল বিতরণকারী ডিলার মারুফ ও জাহাঙ্গীরকে গতকাল বৃহস্পতিবার দুদক কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করার পর আটক করা হয়।
এর আগে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত ও দুই ডিলারের ডিলারশিপ বাতিল করে খাদ্য অধিদপ্তর।