কুড়িগ্রামে বিনামূল্যে চক্ষুসেবা শুরু
কুড়িগ্রামে আজ শুক্রবার থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পে দুস্থ ও অসচ্ছল চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা দেওয়া হবে।
আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রাইমারি ট্রেইনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করেন আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক ডা. আহমেদ তাহের আল মিম্মারী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অজয় কুমার, পিটিআই সুপার মো ফয়জুল ইসলাম প্রমুখ।
সপ্তাহব্যাপী এই মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেবেন আল নূর চক্ষু হাসপাতালের পরিচালক। তাঁর অধীনে ৬০ সদস্যের চিকিৎসা দল রোগীদের চিকিৎসা চক্ষুসেবা দেবে।
ক্যাম্পে সাতদিনে পাঁচ হাজার রোগীর ছানি ও কর্নিয়া অস্ত্রোপচারসহ চোখের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে। এ ছাড়া অস্ত্রোপচারের রোগীদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।