সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
আজ শুক্রবার দুপুরে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের সামনে এসব কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শের-ই বাংলা পার্কে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মণ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা রবেন্দ্রনাথ বণিক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অর্জুন কুমার ভৌমিক, কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক মধুসূদন বণিক প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান ও অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারী দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।