আশুগঞ্জ বন্দর পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল। আজ শনিবার সকালে পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি বন্দরে আসে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের বিনিয়োগ বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ সালিস্ট দিয়েপ এনগোয়েন ভ্যান হাউতি। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম, আশুগঞ্জ বন্দর পরিদর্শক প্রকৌশলী মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সদস্যরা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে চাননি।
আশুগঞ্জ বন্দর পরিদর্শক প্রকৌশলী মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, আশুগঞ্জ বন্দরে অবকাঠামো কী পর্যায়ে আছে, বন্দরে কী ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে, তাতে কী পরিমাণ অর্থের প্রয়োজন এসব বিষয় সরজমিনে পর্যবেক্ষণ করতে এসেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সদস্যরা।