সদস্যদের স্বার্থরক্ষায় সমবায়ীদের উদ্যোগী হতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু বীরপ্রতীক কয়েকটি সমবায় সমিতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, সদস্যদের স্বার্থরক্ষায় সমবায়ীদের আরো উদ্যোগী হতে হবে।
আজ শনিবার সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে নরসিংদীতে আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী একথা বলেন।
জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা, জেলা সমবায় কর্মকর্তা আশরাফুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির পরিচালক জয়দেব বর্মণ ও প্রভাতি মহিলা সমবায় সমিতির সভাপতি নাজমা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু মাধবদীর সোনার বাংলা সমবায় সমিতিতে লুটপাটের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিশেষ কমিটি করে দুর্নীতির তদন্ত করা একান্ত প্রয়োজন। এ ছাড়া সোনার বাংলা সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে।’
আলোচনা সভার পর জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।