চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন

ঘূর্ণিঝড় নাডাকে সামনে রেখে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রামের জেলা প্রশাসক।
শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এমনটা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সামসুল আরেফিন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জানানো হয়, বৃষ্টি অব্যাহত থাকলে রাতের মধ্যে ঝড়ের প্রভাব কমে যেতে পারে। তারপরও বাঁশখালী থেকে সন্দ্বীপ পর্যন্ত পাঁচটি উপজেলার জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। এসব এলাকায় এরই মধ্যে বিপুলসংখ্যক স্বেচ্চাসেবক উদ্ধার ও ত্রাণকাজের জন্য প্রস্তুত আছে।
রোববার সকাল নাগাদ ঘূর্ণিঝড় চট্টগ্রাম উপকূল অতিক্রম করলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে দু-তিন ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এ ক্ষেত্রে এলাকাবাসীর নিরাপদ আশ্রয়েরও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।