বাংলাদেশে সহিংসতা বন্ধ করা দরকার :যুক্তরাষ্ট্র

বাংলাদেশে চলমান অস্থিরতা ও সহিংসতায় আবার উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মেরি হার্ফ বলেছেন, ‘এটি বন্ধ করা দরকার।’
গতকাল শুক্রবার ওয়াশিংটনে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হার্ফ এ কথা বলেন। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো সাহায্য চাওয়া হয়েছে কি না?
জবাবে হার্ফ বলেন, ‘এ সম্পর্কে আমি জানি না। বাংলাদেশে যে অস্থিরতা ও সহিংসতা চলছে, তাতে যুক্তরাষ্ট্র অবশ্যই গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে বাসে আগুন দেওয়া, রেললাইন উপড়ে ফেলার মতো বিবেকহীন হামলা হচ্ছে। এতে নিরীহ মানুষ হতাহত হয়েছে। সহিংসতা থেকে নেতা-কর্মীদের বিরত থাকতে বলার জন্য আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছিলাম। একই সঙ্গে আমরা সরকারকে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর মতো সুযোগ তৈরি করতে বলেছিলাম। আমি আমার টিমের কাছে এ বিষয়ে খোঁজ নেব। তবে আমি মনে করি না, আমরা তাদের কোনো ধরনের সহযোগিতা দিচ্ছি।’
পরে প্রশ্ন করা হয়, আপনি কি এটিকে রাজনৈতিক সহিংসতা হিসেবে দেখেন? নাকি সরকার যেভাবে দোষারোপ করছে যে এটি সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড?
জবাবে মেরি হার্ফ বলেন, ‘এটিকে যা-ই বলুন না কেন, এটা বন্ধ করা দরকার।’