এবার আইইবির কনভেনশন চট্টগ্রামে

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) ৫৭তম কনভেনশন উপলক্ষে চট্টগ্রামে আজ রোববার সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতারা। ছবি : এনটিভি
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) ৫৭তম কনভেনশন এবার অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে। আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে সাত দিনব্যাপী এ কনভেনশন অনুষ্ঠিত হবে।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের নেতারা। কনভেনশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে আইইবির চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার সাদেক মোহাম্মদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রকোশলী এম এ রশিদ, উদয় শেখর দত্ত, দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫৭তম কনভেনশনে দেশের প্রায় ছয় হাজার প্রকৌশলী অংশ নেবেন।