চাঁপাইনবাবগঞ্জে ২২ পিস্তল, ১৩৬ গুলির মূল আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি বটতলাহাট এলাকার একটি বাড়ি থেকে ২২ বিদেশি পিস্তল, ৪৫টি ম্যাগাজিন ও ১৩৬টি গুলি উদ্ধার মামলার মূল আসামি শাহ আলমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া শাহ আলম জেলার শিবগঞ্জ উপজেলার গোপালনগর গ্রামের আয়েন উদ্দীনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পুলিশ শাহ আলম, তাঁর সহযোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটের ইন্তাজ আলী (৪০) ও শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের গোপালনগরের নাহিদা খাতুনকে (২০) গ্রেপ্তার করে।
আজ সোমবার দুপুরে গ্রেপ্তার হওয়া তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়। পুলিশের পক্ষ থেকে আদালতে আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শাহ আলম ও ইন্তাজের চারদিন করে এবং নাহিদার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৪ অক্টোবর দুপুরে বটতলাহাটের সেনাসদস্য শাহিন কাদিরের বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের ঘরের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ছাগল ব্যবসার আড়ালে শাহ আলম অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিলেন। ওই অভিযানে ২৯টি ছাগলও জব্দ করা হয়।