বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

গ্রাহকদের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বরিশালের গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ২৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রায়পাশা-করাপুরের সাবেক শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হাসান এবং কর্মকর্তা মো. শাহ আলম। তাঁরা বর্তমানে পলাতক।
আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন-উর রশীদ জানান, দেলোয়ার হাসান ও শাহ আলম ২০১১ সালের ১০ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত রায়পাশা-করাপুরে দায়িত্বে থাকাকালীন সময় নয়জন গ্রাহকের মোট ১৭ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ৩ অক্টোবর দুদক বরিশালের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৪ অক্টোবর দুদক বরিশালের সহকারী পরিচালক বাহাদুর আলম দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন।