জামালপুরে ট্রাকের চাপায় প্রধান শিক্ষক নিহত
জামালপুর শহরে ট্রাকের চাপায় মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (৪৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্য বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় লেভেল ক্রসিং এলাকায় একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে মাদারগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক শহরের পাঁচ রাস্তার মোড় লেভেল ক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক রফিকুল ইসলাম মারা যান এবং অপর আরোহী বদরুল ইসলাম টুটুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন টুটুলকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত বদরুল ইসলাম টুটুল মাদারগঞ্জ উপজেলার চরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয় লোকজন ট্রাকের চালক নজরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে।