যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আজ মঙ্গলবার সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক জ্যোতিষ চন্দ্র রায় জানিয়েছেন, সকালে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের একটি পাম্প বিকট শব্দে ফেটে যায়। এ সময় অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়ে কারখানায় ছড়িয়ে পড়ে। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
পাম্পটি মেরামত করে আবারও নিয়মিত উৎপাদনে যেতে দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।