স্কুলে নৈশপ্রহরী নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

ছবি : এনটিভি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সূতানাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ওয়াহিদুজ্জামান এনটিভি অনলাইনকে জানান, বিদ্যালয়ে নৈশপ্রহরী পদের নিয়োগ নিয়ে আশরাফ আলী ও জয়নাল হোসেনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে এ ঘটনার জের ধরে রাত ৮টায় জয়নাল হোসেনের লোকজন আশরাফ আলীর লোকজনের ওপর হামলা চালালে ১০ জন আহত হয়।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় আশরাফ আলী বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান ওসি।