চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় সাইদুর রহমান (৩২) নামের এক কারারক্ষী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মাইক্রোবাসসহ চালককে আটক করেছে।
নিহত সাইদুর সাতক্ষীরার কলারোয়া উপজেলার মো. এবাদুল্লাহর ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারের কারারক্ষী ছিলেন। তাঁর কারারক্ষী নম্বর ২০১৫।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে কারারক্ষী সাইদুর চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে দামুড়হুদায় বাজার করতে যাচ্ছিলেন। তিনি কোষাঘাটায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস ( ঢাকা মেট্রো গ ১১- ৭৭৪৯) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসসহ চালক সদর উপজেলার জাফরপুর গ্রামের ফিরোজ হোসেনকে আটক করে।
দামুড়হুদা মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।