খুলনায় গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

খুলনা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার বাসা থেকে আজ শুক্রবার কানিজ ফাতেমা আশা (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গৃহবধূর দুই হাতের রগ কাটা ও মুখে টেপ মারা ছিল।
হত্যার আগে কানিজ ফাতেমা আশাকে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। আশার গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার কাচদিয়ায়।
নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, আশা নগরীর বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কয়েক মাস ধরে তিনি ইসলামপাড়ার দ্বিতীয় গলির একটি বাসায় ভাড়া ছিলেন। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আজ বেলা সাড়ে ১১টায় ওই বাড়ির একটি ঘর থেকে আশার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।