চট্টগ্রামে ভারতীয় তিন জাহাজ

চট্টগ্রামে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের তিন জাহাজ। ছবি : এনটিভি
দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে পাঁচদিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের তিনটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে।
আজ শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ড্রাইডক জেটিতে এসে পৌঁছায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস তীর, আইএনএস সুজাতা ও আইসিজিএস ভারুণা।
এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন কামাল নাসের অভ্যাগতদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। একই সময়ে ভারতীয় জাহাজ তিনটিকে প্রথা অনুযায়ী বাদ্য বাজিয়ে স্বাগত জানানো হয়।
বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় জাহাজের অধিনায়করা চট্টগ্রাম নৌ-অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ দুটি যুদ্ধজাহাজ ও শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিদর্শন করবেন।
সফর শেষে আগামী ১৫ নভেম্বর জাহাজ তিনটির বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।