পঞ্চগড়ে আখ চাষিদের সঙ্গে মতবিনিময়

পঞ্চগড় জেলায় ২০১৬-২০১৭ মৌসুমের আখ রোপণ ও আখ চাষিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় চিনিকলের আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক, ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েত করিম, চাকলাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন প্রমুখ।
এ সময় সেখানে চিনিকলের কর্মকর্তা, চিনিকল শ্রমিক ইউনিয়নের নেতাসহ শতাধিক আখ চাষি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এবং চিনিকল কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকার আখের মূল্য বৃদ্ধি, আখ চাষিদের ডিজিটাল পুর্জি, মোবাইল ফোনে আখের মূল্য পরিশোধ, আখ চাষে ভর্তুকিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা চাকলাহাট ইউনিয়নে আলাদা তিনটি এলাকায় ২০১৬-২০১৭ আখ রোপণ মৌসুমের আখ রোপণ করেন।