‘সীমিত সম্পদ নিয়েই স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবা পাওয়া দেশের মানুষের মৌলিক অধিকার। তাই সম্পদের সীমাবদ্ধতার মধ্যেই রোগীদের সেবার মান বাড়াতে হবে। কাউকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা যাবে না।’
আজ শনিবার দুপুরে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।
চিকিৎসা শিক্ষাকে উন্নত করার বিষয়ে জোর দিয়ে সিরাজুল ইসলাম আরো বলেন, ‘এ মাসের শেষ সপ্তাহে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগ চালু করা সম্ভব হবে এবং বার্ন ইউনিট চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইসিইউ বিভাগ চালুর জন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় খুলনা মেডিকেল কলেজের শিক্ষক সংকটের বিষয়টি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন স্বাস্থ্যসচিব। চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক সময়ে অফিসে আসার জন্য ইলেকট্রনিক হাজিরা ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে হাসপাতাল চত্বরে দালালদের দৌরাত্ম্য বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে বলেন তিনি।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বিধান চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) ফয়েজ আহমেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। মতবিনিময় সভায় অন্যদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) ডা. রওশন আনোয়ার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনন্দমোহন সাহা ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস কে বল।
এর আগে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং আগত রোগীদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্যসচিব। এ সময় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের অবকাঠামো উন্নয়নকাজ দ্রুত শেষ করার জন্য গণপূর্ত বিভাগকে তাগিদ দেন তিনি।