সাভারে পরিবেশবান্ধব ট্যানারির দাবি
সাভারের হেমায়েতপুরে পরিবেশবান্ধব ট্যানারি গড়ে তোলার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্যানারি থেকে বের হওয়া বর্জ্যের কারণে কমে যাচ্ছে জমির উৎপাদনক্ষমতা, নষ্ট হচ্ছে গাছপালা। এমনকি দূষিত হচ্ছে ধলেশ্বরী নদীও।
আজ শনিবার এসব দাবি নিয়ে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। হরিণধরা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে ঝাউচর এলাকার লোকজন। মানববন্ধনে ওই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকশ বাসিন্দা অংশ নেয়। পরে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম জানান, ট্যানারি থেকে প্রতিনিয়ত নির্গত মারাত্মক দূষিত বর্জ্যের কারণে আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে এলাকার আবাদি জমির উৎপাদনক্ষমতা। নষ্ট হচ্ছে মূল্যবান গাছপালা। ব্যাপক হারে মারা যাচ্ছে ধলেশ্বরী নদীর মাছ। এলাকার হাঁস-মুরগি, গরু-ছাগলের ওপরও প্রভাব পড়ছে।
শাহ আলম আরো জানান, শারীরিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে এলাকার শিশু-কিশোর ও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী। দুর্গন্ধে এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে বাংলাদেশ বিসিক শিল্পনগরী ট্যানারির প্রকল্প পরিচালক আবদুল কাউয়ুম বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমি পরে কথা বলব। এখন না।’
এদিকে ১৫৫টি ট্যানারির মধ্যে ১৫ থেকে ২০টি ট্যানারি সাভারে কাজ শুরু করেছে।