ধর্ষণ চেষ্টা, ছাত্রলীগ নেতা বহিষ্কার, পলাতক

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ওই নেতার নাম তানিম হাসান তারেক। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক।
শনিবার রাত ৯টায় চুয়াডাঙা সরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি করেন। আসামি ছাত্রলীগ নেতা তানিম এখন পলাতক।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এবং মামলার এজাহার থেকে জানা যায়, তানিম হাসান গত শুক্রবার রাতে মাতাল অবস্থায় কলেজ চত্বরে বসবাসকারী একজন নারী কর্মচারীর বাসায় যান। একপর্যায়ে তিনি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তানিমকে মারধর করে। পরে তানিমের সঙ্গীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ক্ষুব্ধ বাসিন্দারা তানিমকে বিবস্ত্র করে ছবিও তুলে রাখে। পরে এসব ছবি ও ছাত্রলীগ নেতার কীর্তি ছড়িয়ে পড়ে ফেসবুকে।
শনিবার মামলা করার আগেই হাসপাতাল থেকে পালিয়ে যান ছাত্রলীগ নেতা তানিম।
চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জামশেদ জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখাকে বিলুপ্ত এবং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষর আছে। এতে বলা হয়, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখাকে বিলুপ্ত করা হলো। পাশাপাশি কমিটির সাধারণ সম্পাদক তানিম হাসান তারেককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’