ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে আপলাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ার পাগাচং এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে কন্টেনারবাহী একটি ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। সোমবার রাত আটটা ৪০ মিনিটে ওই দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট পথে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহ মঈনুল হোসেন জানান, সোমবার রাতে এই রেলপথে পাগাচং এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কন্টেনারবাহী ট্রেনের একটি বগির বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেন চলাচল স্বাভাবিক করতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।