গাজীপুরে দেড় ডজন মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুরে পুলিশের ওপর হামলাসহ প্রায় দেড় ডজন মামলার আসামি বদিউজ্জামান মুনির ওরফে বদু মুনিরকে (৩৪) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি গাজীপুর শহরের পূর্বচান্দনা এলাকায়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন জানান, আজ সোমবার ভোররাতে পুলিশ গাজীপুর শহরের পূর্বচান্দনা এলাকার সার্ডি টিনশেডের বাড়িতে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী বদিউজ্জামান মুনির ওরফে বদু মুনিরকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ঘরের সিলিংয়ের ওপর থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ছিনতাই ও খুনসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।