সাঁওতাল পল্লীতে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, লুণ্ঠন ও হত্যার প্রতিবাদে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশে করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ। ছবি : এনটিভি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, লুণ্ঠন ও হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশে করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ।
আজ সোমবার সকালে শহরের শহীদ সাটু হলের সামনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যাপক সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, আদিবাসী নেতা নীলমুনি কিসকু, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দীন, মনিরুজ্জামান মনির প্রমুখ।
সমাবেশে বক্তারা গোবিন্দগঞ্জে আদিবাসীদের হত্যা ও হামলাকে বর্বরোচিত উল্লেখ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।