চবির সুবর্ণজয়ন্তী ১৮ নভেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
উপাচার্য জানান, ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠেয় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীসহ প্রায় ৩৫ হাজার অতিথি অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ নভেম্বর বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ দিন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
দেশ-বিদেশের অতিথিদের অভ্যর্থনা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সব আয়োজন এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।