দায়িত্বে অবহেলা, শাহজাদপুরের ওসি প্রত্যাহার

দায়িত্বে অবহেলার কারণে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে তাঁকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) এস এম এমরান হোসেন এনটিভি অনলাইনকে জানান, থানায় যোগদানের পর থেকেই কাজে ধীরগতি ও বিভিন্ন মামলার অগ্রগতিতে গাফিলাতিসহ প্রশাসনিক কারণে ওসি শাহাবুদ্দিন খলিফাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।