চট্টগ্রাম-কলকাতা সরাসরি ফ্লাইট চালু করছে নভোএয়ার

চট্টগ্রাম থেকে এবার কলকাতায় সরাসরি ফ্লাইট চালু করছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান।
আগামী ১৪ ডিসেম্বর থেকে নতুন এ রুট চালুর কথা জানিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ। মিয়ানমারের ইয়াঙ্গুনের পর কলকাতা তাদের দ্বিতীয় আন্তর্জাতিক রুট।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং সোহেল মজিদসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বন্দরনগরী থেকে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে চিকিৎসা, ভ্রমণসহ নানা কাজে প্রচুর লোক যাতায়াত করে। যাত্রীদের চাহিদার কারণে নভোএয়ার চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ফ্লাইট চালু করছে। রিটার্ন ভাড়া সর্বনিম্ন ১১ হাজার ৫৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি সোম, বুধ ও শনিবার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। চট্টগ্রাম থেকে ২টা ৫০ মিনিটে ছেড়ে কলকাতায় ৩টা ৩৫ মিনিটে পৌঁছাবে। কলকাতা থেকে বিকেল ৪টা ২০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এ ছাড়া ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা সরাসরি ফ্লাইট চালুর কথাও জানায় কর্তৃপক্ষ।