শিশুশ্রমিকদের অধিকার সুরক্ষায় বিলসের সহযোগিতা নেওয়ার আহ্বান

চট্টগ্রামের বিলস কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি : এনটিভি
ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকদের অধিকার সুরক্ষায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বিলস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক এ এম নাজিম উদ্দিন জানান, তৃণমূল ট্রেড ইউনিয়ন সংগঠকদের প্রশিক্ষণ, আইনি সহায়তাসহ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনে কাজ করার লক্ষ্যে জার্মানভিত্তিক ট্রেড ইউনিয়ন সংস্থা ডিজিবির সঙ্গে তিন বছর মেয়াদি কার্যক্রম শুরু করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিলস কার্যালয়ে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সভাপতি তপন দত্ত, শ্রমিক লীগ নেতা শফি বাঙ্গালী, শ্রমিক দল নেতা নুরুল্লাহ বাহার উপস্থিত ছিলেন।