পাহাড়ে সন্তু লারমাকে কালো পতাকা

বান্দরবানে জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) আগমনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে কালো পাতাকা উত্তোলন করেছে কয়েকটি বাঙালি সংগঠন।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় সন্তু লারমা সড়কপথে দুই দিনের সফরে রাঙামাটি থেকে বান্দরবান এসে পৌঁছান। তিনি স্থানীয় সার্কিট হাউজে অবস্থান করছেন। আগামীকাল বুধবার তিনি পাহাড়ি ছাত্র পরিষদের ২০ তম কেন্দ্রীয় কাউন্সিল ও ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এ সম্মেলনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করেছে জেএসএস। পাশাপাশি জাগো পার্বত্যবাসীসহ কয়েকটি সংগঠন শত শত কালো পাতাকা উত্তোলন করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ এনটিভি অনলাইনকে জানান, স্থানীয় রাজারমাঠে জেএসএসের জেলা সম্মেলনে যোগ দিতে বান্দরবান এসেছেন সন্তু লারমা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে বিজিবি-সেনাবাহিনীর টহল।
জেএসএসের কেন্দ্রীয় নেতা ও রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা বলেন, বুধবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন সন্তু লারমা। অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
এর আগে গত ১১ মার্চ সন্তু লারমার আগমন ঠেকাতে বান্দরবানে টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছিল বাঙালিদের কয়েকটি সংগঠন। হরতালের মধ্যেই সেনাবাহিনী ও পুলিশের পাহাড়ায় বান্দরবানে আসেন সন্তু লারমা।
এ সময় শহরের বালাঘাটায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষে ২০ জন আহত হয়।