খুলনায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে রূপসায় এবং দুপুরে ফুলতলা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাদ্রাসাছাত্র হাফিজুর রহমান কাজল শেখ এবং নসিমনচালক মিলন শেখ ও শ্রমিক মিজানুর রহমান ওরফে মিজান।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে রূপসা উপজেলার খুলনা-মংলা মহাসড়কের সাউদার্ন সি ফুডের সামনে একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে একটি নসিমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নসিমনচালক মিলন নিহত এবং নসিমনের যাত্রী মিজানুর রহমান ওরফে মিজান (৪৮), আব্দুস সামাদ (৫০) ও এস্কেন্দার আলী (৪৫) গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মিজান মারা যান। নিহত মিলন ও মিজানের বাড়ি রূপসা উপজেলার বাগমারা গ্রামে। এ ঘটনায় নিহত মিলন শেখের স্ত্রী রোকসনা বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা করেছেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অন্যদিকে, আজ বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কের যুগ্নিপাশা মাদ্রাসার সামনে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে দাঁড়ানো স্থানীয় গাজীপুর মাদ্রাসার ছাত্র হাফিজুর রহমান কাজল শেখকে (১৮) চাপা দিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত কাজল শেখকে স্থানীয় ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত কাজল শেখ ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের মনিরুল শেখের ছেলে এবং গাজীপুর মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।
এ সম্পর্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের চাচা হাবিবুর রহমান বাদী হয়ে ফুলতলা থানায় মামলা করেছেন।