১০ দফা দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত বেতন স্কেল বিষয়ে সরকারি আদেশ কার্যকর করাসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা স্মারকলিপি দিয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষকরা এই স্মারকলিপি প্রদান করে।
সমিতির পক্ষে চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আশরাফ আলী ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান নেতাদের সঙ্গে নিয়ে স্মারকলিপি প্রদান করেন। সহকারী কমিশনার আবু তাহের মো. সামসুজ্জামান জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।
শিক্ষকদের দাবির মধ্যে আছে- প্রধান শিক্ষকদের জন্য জারিকৃত উন্নীত বেতন স্কেল বাস্তবায়ন, পদোন্নতি বঞ্চিত জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগের ব্যবস্থা, সহকারী শিক্ষকদের নবম গ্রেডে নিয়োগ এবং এই পদ থেকে প্রাথমিক শিক্ষায় পৃথক ক্যাডার চালু, কেবল সহকারী শিক্ষক পদে উচ্চ শিক্ষিত মেধাবীদের নিয়োগ করে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ সৃষ্টি, একই পাঠ্যক্রম ও পাঠ্যসূচির আলোকে অষ্টম শ্রেণি পর্যন্ত একীভূত শিক্ষা ব্যবস্থা চালু করা, অষ্টম শ্রেণি পর্যন্ত চালু সব প্রাথমিক বিদ্যালয়ে অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু, প্রতিটি বিদ্যালয়ের দুজন করে শিক্ষককে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং কম্পিউটার, ল্যাপটপসহ পাঠদানের উপকরণ সরবরাহ, প্রতিটি বিদ্যালয়ে একজন অফিস সহকারী নিয়োগ, সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি , আইএলও এবং ইউনেস্কো সনদ অনযায়ী প্রাথমিক শিক্ষা সম্পর্কিত কমিটিতে বৈধ শিক্ষক সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদানকালে আকবর আলী, রহমতুল্লাহ, রেজাউল ইসলাম, মো. শাহাবুদ্দিন, রেজাউল কবির, আজিম উদ্দীন, আব্দুর রহমান, রেজাউল হক ও জহির উদ্দীনসহ শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।