ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন : সিইসি

সিইসি এ এম এম নাসির উদ্দিন আজ শনিবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে জাতীয় নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছে কমিশন।
আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে বিভাগের আট জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান সিইসি।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এবারের নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। তবে যদি কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে সকালে বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।