চট্টগ্রামে গাড়ির ইঞ্জিনের গুদামে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় পুরাতন গাড়ির ইঞ্জিনের একটি গুদাম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। গুদামের ভেতরে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুনে নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাঁদের তিনটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গুদামে রাখা গাড়ি পুরোনো ইঞ্জিন, টায়ারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।