খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

খুলনা নগরীর আড়ংঘাটা থানার আকমানের মোড়ে আজ শনিবার বেলা সাড়ে ১২টায় সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন মাছের ঘের ব্যবসায়ী ভূঁইয়া আবদুস সালাম (৫৬) ও শেখ আবদুল আহাদ (৩৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নগরীর রায়েরমহল এলাকার সালাম ও আহাদ সাইকেলে করে লাইন বিলপাবলা থেকে বাড়ি ফিরছিলেন। আকমানের মোড়ে পৌঁছালে জিরোপয়েন্ট থেকে ফুলতলাগামী একটি প্রাইভেট কার তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আহাদ মারা যান। এলাকার লোকজন আবদুস সালামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান জানান, আকমানের মোড়ে দ্রুতগতির একটি প্রাইভেট কার চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। প্রাইভেট কারটিকে আটক করা যায়নি।