পাখি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

প্রকৃতির অমূল্য সম্পদ পাখি রক্ষায় সামাজিক অন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন বক্তারা।
আজ সোমবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) চট্টগ্রাম কেন্দ্রে পাখির অভয়াশ্রম কর্মসূচির উদ্বোধনের সময় বক্তারা এ কথা বলেন। কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।
এর পরপরই অভয়ারণ্য তৈরির লক্ষ্যে ক্যাম্পাসের গাছে গাছে পাখির বাসা ও খাবারের আধার তৈরির কর্মসূচি শুরু হয়। এ সময় বেশ কিছু পাখিও উন্মুক্ত করেন অতিথিরা।
বাউবি চট্টগ্রামের পরিচালক বদরুল হুদা চৌধুরী জানান, আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসে পাখির অভয়ারণ্য সৃষ্টির কর্মসূচি হাতে নিয়েছে বাউবি। সমাজের সর্বস্তরে এ ধরনের কর্মসূচির মাধ্যমে সহিংসতার পরিবর্তে পাখির প্রতি মানুষের মমতা বাড়বে বলে আশা করেন উদ্যোক্তারা।