দুই দেশের বাণিজ্য বাড়বে, আশা ওমান চেম্বার নেতাদের

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নসহ বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণের লক্ষে বৈঠক করেছেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা।
আজ সোমবার সকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগং চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ওমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওমান চেম্বারের চেয়াম্যান সায়েদ সালেহ আল-কিয়ুমী।
বৈঠকে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনোয়াগ করার জন্য ওমানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি।
এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সায়েদ সালেহ আল-কিয়ুমী। ওমানের প্রতিটি প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কাজ করেন বলেও এ সময় উল্লেখ করে ওমান চেম্বারের চেয়ারম্যান।
বৈঠকে ওমান চেম্বারের সহকারী পরিচালক ওয়ালিদ আবদুল মহসিন আল-শাওয়াজি, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।