মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ, পেছাল অভিযোগ গঠন

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
অতিরিক্ত জেলা জজ আদলতে আজ বুধবার এ মামলার অভিযোগ গঠনের গঠনের দিন ছিল।
আসামিপক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে অতিরিক্ত দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন সময় মঞ্জুর করে আগামী ২৫ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
মাগুরার শহরতলীর দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৩ জুলাই ছাত্রলীগের কামরুল ভূইয়া গ্রুপ ও আজিবর শেখের গ্রুপের মধ্যে গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন তলপেটে গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই গৃহবধূ গুলিবিদ্ধ কন্যাশিশু জন্ম দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরাইয়া নামের ওই শিশুটির একটি চোখ নষ্ট হয়ে যায়। ওই ঘটনায় গুলি ও বোমায় আহত নাজমার চাচাশ্বশুর মমিন ভুঁইয়া (৬৫) মারা যান।
গত বছর ২৬ জুলাই নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন।
পুলিশ এ মামলায় গত বছরের ১ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনসহ ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলার ১৭ আসামির মধ্যে প্রধান আসামি সেন সুমনসহ মোট ১২ জন অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। বাকি পাঁচজন আসামি কারাগারে রয়েছে।
এ ছাড়া মামলার তিন নম্বর আসমি আজিবর শেখ গত বছরের ১৭ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান। পরে অভিযোগপত্র থেকে তাঁর নাম প্রত্যাহার করা হয়।