চট্টগ্রামে প্রায় ৪৮ লাখ শিশু খাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

চট্টগ্রাম বিভাগের ১১ মাস থেকে শুরু করে ৫৯ মাস বসয়ী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১০ ডিসেম্বর দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে এই ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম চলবে।
বিভাগের ১১ মাস বয়সী পাঁচ লাখ ৪৩ হাজার ও ৫৯ মাস বয়সী ৪২ লাখ ৫২ হাজার শিশু এই ক্যাম্পেইনের আওতায় আসবে।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. এ বি এম মুজহারুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. আলাউদ্দিন মজুমদার, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম বক্তব্য দেন।
এ সময় চট্টগ্রামসহ বিভাগের ১১ জেলা ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। এ ছাড়া ক্যাম্পেইনের নানা প্রস্তুতির কথাও সাংবাদিকদের জানানো হয়।