জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে মোলামগাড়ী-শিবপুর-দুপচাঁচিয়া (বগুড়া) সড়কের ধাপসন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম জানান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্মা আবদুল্লাহেল বাকী ও ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলামসহ ছয় পুলিশ সদস্য রাত সাড়ে ১১টার দিকে টহল শেষে উপজেলার আলমপুর ইউনিয়নের ফুলদীঘি এলাকা দিয়ে ক্ষেতলাল উপজেলা সদরে ফিরছিলেন। পুলিশের গাড়ি ধামসন্ডা এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ৮-১০ জনের একদল ডাকাত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ওই সময় পাল্টা সাতটি শটগান ও তিনটি চায়নিজ রাইফেলের গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে পাশের ধানখেত থেকে গুলিবিদ্ধ এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, টহল গাড়ির সিগন্যাল বন্ধ থাকায় ডাকাতরা সাধারণ মানুষের গাড়ি মনে করে হামলা করে। পুলিশ গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ছুরি, হাঁসুয়া, চাকুসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তির মৃতদেহ ক্ষেতলাল থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। সে সঙ্গে ডাকাতদের খুঁজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।