ভেকু মেশিনে চাপা পড়ে শ্রমিক নিহত

জয়পুরহাটের ক্ষেতলালে মাটি কাটা ভেকু মেশিনে চাপা পড়ে মোশাররফ হোসেন (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার তুলশীগংগা ইউনিয়নের সরকারি কামার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন উপজেলার তুলশীগংগা ইউনিয়নের দাশড়া (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি সরকারি কামার পুকুর খননকৃত মাটি বহনকারী ট্রাকের হেল্পারের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, তুলশীগংগা ইউনিয়নের গুচ্ছগ্রাম সরকারি কামার পুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপে পড়ে শ্রমিক মোশাররফ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।