দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সড়ক ধর্মঘট তৃতীয় দিনে

ঢাকার সঙ্গে খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল, শিববাড়ী মোড়, সাতরাস্তার মোড় থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি।
urgentPhoto
পরিবহন চালক ও একজন চেকারকে ফরিদপুরের মধুখালী থানায় আটকের প্রতিবাদে গত মঙ্গলবার বিকেল থেকে ধর্মঘটের ডাক দিয়েছে বাস-ট্রাক মলিক-শ্রমিক ঐক্য পরিষদ।
পরিষদের সভাপতি আলহাজ আবদুল গাফফার বিশ্বাস জানান, আজকের মধ্যে তাঁদের দাবি মানা না হলে শুক্রবার থেকে আন্দোলনের নতুন মাত্রা শুরু হবে। তিনি জানান, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে চলমান ধর্মঘট প্রত্যাহারের জন্য কোনো আলোচনার আহ্বান করা হয়নি।
এদিকে, সড়ক যোগাযোগ বন্ধে থাকার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেক যাত্রীর পরিবহন অফিসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে রয়েছেন। তবে খুলনা থেকে মাওয়া হয়ে ঢাকামুখী কিছু বাস চলাচল করছে বলে জানা গেছে।