খুলনায় তারেক রহমানের জন্মদিন পালিত

নব্বইয়ের ছাত্রদলের সাবেক নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করেছেন। জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল বুধবার দুপুরে খুলনা কে ডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় খুলনা বিএল কলেজের সাবেক ভিপি ছাত্রদল নেতা রুবায়েত হোসেন বাবু সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় আরো ব্ক্তব্য দেন খুলনা সুন্দরবন কলেজের সাবেক ভিপি তরিকুল ইসলাম জহির, আল জামাল ভুঁইয়া, সুলতান মাহমুদ, প্রকৌশলী আহসানুল হক প্রমুখ ।
পরে তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।