দিয়াজের মৃত্যুতে সহকারী প্রক্টরসহ ১০ জনের নামে মামলা

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী।
মামলার আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, সাবেক সাধারণ সম্পাদক জামশেদুল আলম, বর্তমান কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা রাশেদুল আলম, আবু তোরাব পরশ, মুনসুর আলম, আবদুল মালেক, মো. আরমান ও আরিফুর রহমান তপু।
মামলার আইনজীবী রোবেল পাল জানান, ফরেনসিক প্রতিবেদনে আত্মহত্যার কথা বলা হলেও দিয়াকজকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। তাই আদালতে হত্যা মামলা করেছেন দিয়াজের মা। আগামী এক মাসের মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর সড়কে অবস্থিত নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দিয়াজের পরিবার হাটহাজারী থানায় মামলা করতে চাইলেও পুলিশ তাদের মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
দিয়াজ আত্মহত্যা করেছেন মর্মে গতকাল বুধবার ময়নাতদন্তের প্রতিবেদন দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ফরেনসিক মেডিসিন বিভাগ। হাসপাতালের তিন চিকিৎসকের সমন্বয়ে গঠিত কমিটি এ প্রতিবেদন দেয়।