চট্টগ্রামে খাদ্য পরিদর্শকদের অবস্থান ধর্মঘট চলছে

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়োগ বিধিতে অসঙ্গতি দূর করাসহ বিভিন্ন দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে চট্টগ্রাম বিভাগের খাদ্য পরিদর্শক সমিতি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সদরঘাটে আঞ্চলিক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী এই অবস্থান কর্মসূচিতে বিভাগের ১০৮টি খাদ্য গুদামের পরিদর্শকরা অংশ নেন।
এ সময় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি ফখরুল আলম, সমিতির নেতা সুজিত বিহারী সেন, দীপায়ুন বড়ুয়া ও সাইফুল আলম।
আগামী রোববারের মধ্যে খাদ্য পরিদর্শক সমিতির প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সমিতির নেতারা। সেইসঙ্গে আন্দোলনের কারণে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচি তথা ১০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম বন্ধ হয়ে গেলে তার দায়ভারও খাদ্য পরিদর্শকরা নেবে না বলে জানিয়ে দেন।
এদিকে খাদ্য পরিদর্শকদের এই অবস্থান ধর্মঘটের কারণে কার্যত অচল হয়ে পড়েছে খাদ্য বিভাগের পরিদর্শন কার্যক্রম।