চট্টগ্রামে ৪২ সর্বোচ্চ করদাতাকে সম্মাননা

চট্টগ্রামে আজ বৃহস্পতিবার সর্বোচ্চ করদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি : এনটিভি
সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেলেন বৃহত্তর চট্টগ্রামে ৪২ জন করদাতা।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে এ সম্মাননা তুলে দেয় আয়কর প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
কর কমিশনার মাহাবুব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, কমিশনার নজরুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা।
এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলে ২০১৫ -১৬ কর বর্ষে গার্মেন্টস ব্যবসায়ী নাছির উদ্দিন, জাহাজ ভাঙা শিল্প ব্যবসায়ী মাস্টার আবুল কাসেম, ফারহানা মোমেন এবং দীর্ঘমেয়াদি কর প্রদানকারী হিসেবে আলহাজ এনামুল হক ও হাজি আহমদ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।