পাচারের সময় শাহপরীর দ্বীপ থেকে উদ্ধার ১৭
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/21/photo-1432201130.jpg)
কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামী ১৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি : এনটিভি
কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামী ১৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া থেকে বিজিবির টহল দল তাঁদের উদ্ধার করে।
আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন নরসিংদীর, তিনজন চট্টগ্রামের সাতকানিয়ার, দুজন নারায়ণগঞ্জ ও একজন হবিগঞ্জের বাসিন্দা।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, আনুমানিক ৫০ দিন আগে কক্সবাজারের মহেশখালী থেকে মাছ ধরার ট্রলার দিয়ে দালালচক্রের সদস্যরা তাঁদের নিয়ে যায়। আটক ব্যক্তিদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে গতকাল রাতে ছোট নৌকায় করে জালিয়াপাড়ার নাফ নদের তীরে নিয়ে নামিয়ে দেয় দালালচক্রের সদস্যরা। এর পর বিজিবির টহল দল তাঁদের উদ্ধার করে।