জামালপুরে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘জনতার ঐক্য, দানবের দম্ভ ভাঙবেই’ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সকালে শহরের বৈশাখী মেলা মাঠের মুক্তমঞ্চে সম্মেলন উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ প্রদীপ কান্তি মজুমদার।
আবুল হাসনাত তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম দে।
সম্মেলনে বক্তারা বলেন, অন্ধকার পেরিয়ে সত্য, সুন্দর, শান্তির পথে উদীচী আশার প্রদীপ নিয়ে সামনে এগিয়ে যাবে।
উদ্বোধন ও আলোচনা সভা শেষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এ ছাড়া মুক্তমঞ্চে উদীচী পরিবেশন করে গণসংগীত। ময়মনসিংহের অন্বেষা থিয়েটার পরিবেশন করে গীতিনাট্য ‘রূপচান সুন্দরীর পালা’।