৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি শুক্রবার। এ উপলক্ষে ময়দান প্রস্তুতকরণের কাজ এখনও চলছে। গাজীপুর এবং আশেপাশে জেলার তাবলীগ জামাতের মুসল্লিদের পাশাপাশি ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিরাও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা ময়দান প্রস্তুতের কাজ করে চলেছেন।
বিশ্ব ইজতেমার ময়দানজুড়ে চটের সামিয়ানা স্থাপনের কাজ এগিয়ে চলেছে, আগামী তিন-চার দিনের মধ্যে চটের তৈরি সামিয়ানা স্থাপনের কাজ শেষ হবে বলে মুসল্লিরা জানিয়েছেন। অপরদিকে করা হচ্ছে অজু-গোসলের জায়গা মেরামত, পানি ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, ময়দানের আভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ।
ময়দানজুড়ে খিত্তাকরণ, বৈদ্যুতিক ও মাইক স্থাপনের কাজ করছেন মুসল্লিরা। ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের জন্য তুরাগ নদের উপর ভাসমান সেতু স্থাপনের কাজ করছে সেনাবাহিনী। ময়দানজুড়ে নিরাপত্তা পরিষদের এবং সার্বক্ষণিক নজরদাড়ির জন্য সিসি ক্যামেরা স্থাপন করছে বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। তাই জিএমপি নিয়ন্ত্রণকক্ষ, পর্যবেক্ষণ টাওয়ার, টহলটিম গঠন করে ময়দানজুড়ে নিরাপত্তা বলয় তৈরির সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
মুসল্লিদের নিরাপত্তায় র্যাব, আনসারের পাশাপাশি বিজিবির টহল দলও থাকবে।
প্রতিদিন ভোর থেকে শীত উপেক্ষা করে কাজে যুক্ত মুসল্লিরা জানান, দ্বীনের দাওয়াতের মেহমানদের সেবার মাধ্যমে মহান আল্লাহ তায়ালাকে রাজি-খুশি করতেই তাঁদের এই স্বেচ্ছাশ্রম।
আগামী ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবে মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নেজামির তাবলিগ জামাতের মুসল্লিরা। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় পর্বে যোগ দেবে মাওলানা সাদ অনুসারী তাবলিগ জামাতের মুসল্লিরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
তাবলিগ জামাতের মুরব্বি জুবায়ের গ্রুপ এবং দিল্লির মাওলানা সাদ গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ এবং কয়েকজন মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর ময়দানজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।